সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে তৃতীয় ধাপে মোংলা উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার মোংলা পোর্ট পৌরসভা এলাকায় নির্বানের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে উপজেলার মোংলা পোর্ট পৌরসভার মোর্শেদ সড়ত ও ময়লাপোতা মোড় এলাকায় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চিংড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা। আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হেসেনের প্রতিনিধি মো. আবুল কালমাকে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেরের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনই জরিমানার টাকা ভ্রাম্যমাণ আদালতের কাছে তৎক্ষনিক পরিশোধ করেন।

(এসএসএ/এএস/মে ১৮,২০২৪)