ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় দুই ওসিকে রেঞ্জ অফিসে প্রত্যাহার

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে নির্বাচনের আগের দিন সোমবার ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন রায়কে নির্বাচন কমিশনের নির্দেশে খুলনা রেঞ্জ অফিসে প্রত্যাহার করা হয়েছে।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী স্বপন দাসের (আনারস) পক্ষে পুলিশের এই দুই কর্মকর্তা ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর এমন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু। অভিযোগ সত্যতা মেলায় নির্বাচন কমিশনের নির্দেশে তাদের বুধবার খুলনা রেঞ্জ অফিসে প্রত্যাহার করা হয়েছে।
বাগেরহাটে দ্বিতীয় ধাপে মঙ্গলবার টানটান উত্তেজনার মধ্যে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তিন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৯২৩ পুলিশ ও ১৮০২ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ৬টিম র্যাব ছাড়াও ২৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। নির্বাচনে এই তিনটি উপজেলায় মোট ৯ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ফকিরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৯শ ৯৬ জন, মোল্লাহাট উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৪৩৮ জন, চিতলমারী উপজেলায় ১ লাখ ২০ হাজার ৯৪৯ জন ভোটার রয়েছে। জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
(এসএসএ/এএস/মে ২০, ২০২৪)