রিপন মারমা, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির তিন উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে ভোট অনুষ্ঠিত হলেও বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে দুই উপজেলার। দুর্গম কেন্দ্রের ফলাফল হাতে না আসায় বিলাইছড়ি'র ফলাফল ঘোষণা করা হয়নি। ভোটে ৩ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩১ জন প্রার্থী।

কাপ্তাই উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: নাছির উদ্দীন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩'শত ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার নয়শত ৭৩ ভোট এবং অপর চেয়ারম্যান প্রার্থী সু্ব্রত বিকাশ তনচংগ্যা ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিউটি হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে সুইপ্রু মারমা টিয়া পাখি প্রতীক
নিয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে রাজস্থলী উপজেলার ১৪ টি কেন্দ্রে আনারস প্রতীকে উবাচ মারমা পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট। উবাচ মারমা ৫ হাজার ৫৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

রাজস্থলী উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিলাইছড়ি উপজেলা ৫টি হেলিসর্ট ভোট কেন্দ্র হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ৯ টা পর্যন্ত ফলাফল না আসায় উপজেলা নির্বাহী অফিসার কোন ফলাফল ঘোষণা করা হয়নি।

(আরএম/এএস/মে ২২, ২০২৪)