ধামরাইয়ে চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ২ য় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে-ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। বিকেল চারটার পর থেকে ভোট গণণা শুরু হয়ে রাত পৌনে বারটায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার ও ধামরাই উপজেলার ইউএনও খান মোহাম্মদ আব্দুল্ল্হা আল-মামুন।
উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হয়েছের ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ আনারস মার্কা নিয়ে । তিনি ৪২ হাজার ৯৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল মার্কা প্রার্থী ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ খালেদ মাসুদ খান লাল্টু ভোট পেয়েছেন ৩৮ হাজার ৬৩৩ ভোট।
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা বই মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৫২ হাজার ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি¦ সাবেক ভাইস চেয়ার ম্যান মোঃ সিরাজ উদ্দিন চশমা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮৬০ ভোট। এই ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মহিলা ভাইন চেয়ারম্যান পদে মোট প্রার্খী ৫ জন। এর মধ্যে আফরোজা আক্তার বৈদ্যতিক পাখা মার্কা নিয়ে ৫৭ হাজার ৫৮৪ ভোট -পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আন্নিসা লাভলী ভোট পেয়েছেন ২৮হাজার ৪৯০ ভোপ।
পরিবেশ প্রকৃতি ভালো ছিল, হালকা মেঘাচ্ছন্ন গরমও কম ছিলো। এমন পরিবেশে ভোটাররা সকালে কম এলেও সকাল দশটার পরে ভোটারদের উপস্থিতি বাড়তে খাকে।
তবে এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কম বলে সাধারন ভোটাদের মন্তব্য।
এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো হট্টগোল বা বিশৃঙখলার সংবাদ জানা যায়নি।
ধামরাই উপজেলায় এবার ৩ লাখ ৬১ হাজার ১৪৭ টি ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১৮০৯০৪ জন। মহিলা ভোটার ১৮০২৪২ জন। ১ জন রয়েছে হিজরা ভোটার।
১৪৮ টি ভোট কেন্দ্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২১ মে মঙ্গলবার শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ২০ জন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আনসার ,র্যাব,বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যদের সমন্বয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। রাত পৌনে বারটায় ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।
ধামরাই উপজেলা নির্বাচন কমিশনার জাহিদ হোসেন জানান, ধামরাইয়ে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি ভালো আছে। নির্বাচন অবাদ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে ধামরাইয়ে।
ধামরাই উপজেলা ইউএনও ও রিটার্নিং অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন সুন্দর ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল থেকে ভোট গণণা শেষে রাত পৌনেস বারটায় ফলাফল ঘোষনা করা হয়। কোনো প্রকার সমস্যা হয়নি। অবাদ ও সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্য সকলকে ধন্যবাদ জানান । পুলিশ সহ সকল সংস্থার সদস্যদের অভিনন্দন জানান।
(ডিসিপি/এএস/মে ২২, ২০২৪)