বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান (আনারস) প্রতীক নিয়ে ৪৩,৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (শালিক প্রতীক নিয়ে) মোঃ কবিরুজ্জামান কবির-৩৩,৯৬২ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ঈদুল শেখ (চশমা) প্রতীক নিয়ে-৪৮,০১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার (তালা প্রতীক) নিয়ে-২২,০০১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীক নিয়ে মোছাঃ শামীমা হাসান পলি ৩৮,৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সপ্না রানী বিশ্বাস (কলস) প্রতীক নিয়ে ১৭,৪৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ৬৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৩,৩৩৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.২৮℅।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪, পলাশ মন্ডল গত ২১মে রাতে বেসরকারি ভাবে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

(বিএস/এসপি/মে ২২, ২০২৪)