শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইশরাক জাহান রাতুল (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। 

স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার (২৪ মে) সকালে পৌরসভার দিউ গ্রামে একটি বিদ্যুতের পিলারের উপরে পাখির বাসা থেকে ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাতুল (১১)। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তার একটি হাত কেটে পিলারের নিচে পড়ে যায় এবং তাৎক্ষণিক তার দেহাবশেষ পুড়ে মাটিতে পড়ে যায়।

নিহত ইশরাক জাহান রাতুল (১১) পৌরসভার চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে দিউ গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় সানবীম প্রি-ক্যাডেট হাই স্কুলে ৫ম শ্রেণীতে পড়াশোনা করতো। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

(এসআই/এসপি/মে ২৪, ২০২৪)