রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ নয়ন বিশ্বাস (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত নয়ন বিশ্বাস সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার জয়দেব বিশ্বাসের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘোলা এলাকাবাসী ভারতীয় বিপুল পরিমান ঔষধসহ নয়ন বিশ্বাস নামের একজনকে আটক করে শুক্রবার বিকেলে তাকে খবর দেয়। এরই ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতীয় সাড়ে ৫ লাখ টাকার ঔষধসহ নয়ন বিশ্বাসকে আটক করা হয়। নয়নের কাছে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ যৌণ উত্তেজকসহ ১০ প্রকারের ট্যাবলেট, ইনজেকশন ও ক্যাপসুল জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় নয়ন বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মে ২৫, ২০২৪)