তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বাংলার সংকেত পত্রিকার নির্বাহী সম্পাদক ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এস.এম মুনির লাবলুর ভাই এস.এম মিল্লাত মিনার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি----রাজেউন)। 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গনমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সাবেক মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, গোপালগঞ্জ রিপোটার্স ফোরাম, প্রেসক্লাব গোপালগঞ্জ, টিভি জার্নালিষ্ট এ্যসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। শোক সন্তোপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।

আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

(টিবি/এসপি/মে ২৫, ২০২৪)