সিসিকের হোল্ডিং ট্যাক্স বাতিল করলেন মেয়র আনোয়ারুজ্জামান

লতিফ নুতন, সিলেট : নগরবাসীর হোল্ডিং ট্যাক্স নিয়ে জনগনের অভিযোগ বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (২৪ মে) রাত ৯টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েই মেয়র জানান, আগের মেয়র আরিফুল হক চৌধুরীর সময়ে করা এই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট নগরবাসীর কষ্ট লাঘবের জন্য তিনি ও তার পরিষদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে নগরভবনে তার পরিষদকে নিয়ে সাধারণ সভায় দীর্ঘ আলোচনার পর তিনি পরিষদের সদস্যদের নিয়ে পৌঁছান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে। সেখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে আগে থেকেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিসিক মেয়র বলেন, আপাতত এই অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে। আবার নতুন করে তা করা হবে। সেক্ষেত্রে রাজশাহী বা খুলনার মতো সিটির সাথে সামঞ্জস্য রেখে তা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের কাউন্সিলরবৃন্দসহ নগরীর প্রতিটি এলাকার সচেতন মানুষের সাথে আলাপ আলোচনা করেই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট করা হবে।
তিনি আবারও বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র। জনগনের প্রতিপক্ষ নই। সুতরাং জনগনের কষ্ট হয় এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত আমার দ্বারা বাস্তবায়ন হবেনা।
ইতিমধ্যে যারা নতুন অ্যাসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স প্রদান করেছেন তাদের মূল্যবান অর্থ পরবর্তিতে নতুনভাবে সমন্বয় করারও ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র।
তবে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শুরু থেকেই বলেছিলেন, জনগনের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্তের কাগজে তিনি সই করবেন না। শেষ পর্যন্ত তনি তার কথা রেখেছেন। তিনি নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
(এলএন/এসপি/মে ২৫, ২০২৪)