সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপালে পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 

আজ শনিবার সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শোভা উপজেলার শ্রীফলতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি পিকআপ শোভাকে ধাক্কা দিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর ড্রাইভার পিকআপটি ফেলে পালিয়ে যায়। পিকআপটি জব্দ করা হয়েছে। পুলিশ চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

(এস/এসপি/মে ২৫, ২০২৪)