জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত

আবদুল্লা আল মাসরূফ, কুমিল্লা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্বশুর বাড়ি কুমিল্লাতে নানা আয়োজন করা হয়।
১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিকেলে নগরীর চর্থায় শচীন দেব বর্মণের বাড়িতে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ শাহেদ।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষ ও আইসিটি) ফাহমিদা মোস্তফা। এর আগে নজরুল ইন্সটিটিউটের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
(এএএম/এসপি/মে ২৬, ২০২৪)