দিনাজপুরে অটো রিকশার যাত্রী সেজে ছিনতাই, আটক ২
.jpg)
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অটোর রিকশার যাত্রী সেজে উঠে একই অটো রিকশার অন্য যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে টাকা লুটপাট করার ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে ২ ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।।
আটক অস্ত্রধারী ছিনতাইকারী মোঃ ফয়সাল (৩২) দিনাজপুর সদরের বাঙ্গিবেচা ব্রিজ হিজরা পল্লী এলাকার মোস্তাক আহমেদের ছেলে। মোঃ রাব্বি (২৫) দিনাজপুর সদরের বাঙ্গিবেচা ব্রিজ দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
দুই ছিনতাইকারী সম্পর্কে একে অপরের ভায়রাভাই। দুইজন-ই মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় চিহ্নিত। দুইজনের নামেই কোতয়ালি থানা সহ বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, মারামারি সহ ১২টি মামলা আদালতে চলমান রয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, গত শনিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর কালীতলাস্ত নিউ মার্কেট লিচু বিক্রেতা চিন্তা হরন রায় (৫০) লিচু বিক্রি করে। তার পরিচিত অটোচালক হিতেশ রায় (২২) কে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুর শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে যাত্রী বেশে উঠে ছিনতাইকারী ফয়সাল। কিছুক্ষণ পর অপর ছিনতাইকারী কালিতলা মমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে ছিনতাইকারী যাত্রী বেশে রাব্বিও একই অটো রিক্সায় উঠে। একই অটোতে তিনজন যাত্রী ওঠায় দুইজন অজ্ঞাত ব্যক্তির ওঠার কারণেই চিন্তা হরন রায় অটো থামিয়ে অটোচালকের পাশে গিয়েই বসে।
দিনাজপুর সরকারি কলেজের দক্ষিণ গেটের সামনে এসে উক্ত ছিনতাইকারী ফয়সাল ও রাব্বি অটোচালককে আচমকা অটোরিকশা থামাতে বলে। অটো রিক্সা থেমে গেলেই ছিনতাইকারী দুইজন অটো চালকের পাশে বসা চিন্তা হরণ রায়কে পকেট থেকে চাকু বের বের করে বাম হাতে ছুড়ি দিয়েে আঘাত করে। এবং জোরপূর্বক চিন্তা হরন রায়ের পকেটে থাকা ৩ হাজার ৫০০ টাকা ছিনতাইকারীরা জোরপূর্বক তার পকেট থেকে বাহির করে নিয়ে যায়। এবং হুমকি ধামকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে রক্তাক্ত অবস্থায় চিন্তা হরণ রায়কে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী অটো রিক্সার যাত্রী বেশে পূর্বেও বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
(এসএস/এসপি/মে ২৬, ২০২৪)