ঢাকা রেঞ্জ মনিটরিং সেল কর্তৃক মামলার অগ্রগতি বিষয়ক সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ঢাকা রেঞ্জ মনিটরিং সেল কর্তৃক মামলাসমূহের অগ্রগতি বিষয়ক একটি সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ-এর অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ঢাকা রেঞ্জ মনিটরিং সেল কর্তৃক মামলাসমূহের অগ্রগতি বিষয়ক উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুম থেকে উক্ত অগ্রগতি সভায় সংযুক্ত ছিলেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং মনিটরিং সেলে থাকা মামলাসমূহের তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
(আরআর/এসপি/মে ২৬, ২০২৪)