পাবনায় চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের বিশাল নির্বাচনী জনসভা

নবী নেওয়াজ, পাবনা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের পাবনা সদর সহ আটঘরিয়া ও ঈশ্বরদীতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে বুধবার। এবারের নির্বাচনে পাবনা সদরে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সকল প্রার্থীকে চমক দিয়ে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার প্রচারনা সমাবেশ করেন সাবেক ভাড়ারা ইউনিয়নের ৪ বারের নির্বাচিত আলোচিত চেয়ারম্যান আবু সাঈদ খান।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান এবারের নির্বাচনে বেশ জনপ্রিয় প্রার্থী হিসাবে ধরা হচ্ছে।
নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসাবে ২৬ মে রবিবার বিকেলে পাবনা সদর উপজেলার শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠে পূর্ব আঞ্চলের ৬ টি ইউনিয়ন সহ পৌর এলাকা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক এই নির্বাচনী সমাবেশে সমবেত হন। প্লেকার্ড, ব্যনার, ফেসটুন পোষ্টার সহ হাতে তৈরি হেলিকপ্টার নিয়ে সমাবেশে আসেন সাঈদ সমর্থকেরা। সকলের মুখে স্লোগান আমরা সবাই বেঁধেছি জোট আবু সাঈদকে দিবো ভোট।
মোঃ ইব্রাহিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ি গুনিজন সমাজ সেবক খতিব জাহিদ মুকুল, অধ্যাপক ডাঃ আবু শাহীন, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ।
নির্বাচনী জনসভায় চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান বলেন, দীর্ঘদিন নিজ ইউনিয়নের সাধারন মানুষের সেবা করেছি। এবার উপজেলার সাধারণ মানুষের সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি। আমি অভিভূত হয়ে পরেছি মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। এই সদর উপজেলার সাধারন মানুষ ভোটাররা দীর্ঘদিন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সাধারণ মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তবে সদর উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে সবচে আধুনিক মডেল উপজেলা। সাবাইকে সাথে নিয়ে আমি সেবা করতে চাই সাধারন মানুষের। আপনারা শুধু আমার পক্ষে ভোট দিবেন এটাই ওয়াদা করেন। প্রতিপক্ষ টাকা দিয়ে সাধারন ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে। তারা চায়না আমি আবু সাঈদ খান ইউনিয়নের মানুষের সেবা করি এগিয়ে যাই। এবার সরকার সুযোগ দিয়েছেন। দলীয় প্রতিক না দিয়ে সতন্ত্র ভাবে সবাইকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। নির্বাচনকে উৎসবমুখর করতে সবাইকে ভোট দিতে যেতে হবে। তবেই জয় নিশ্চিত হবে আমার।
(এনএন/এএস/মে ২৬, ২০২৪)