নগরকান্দায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' প্রতিপাদ্য নিয়ে এবারের ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে নগরকান্দা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী চারাগাছ রোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
৮ (জুন) সকালে সপ্তাহব্যাপী 'সেবাবুথ' এর মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিসকেস, অর্পিত সম্পত্তি, বন্দোবস্ত নবায়নসহ ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা লক্ষ্যে। উপজেলার ৯ টি ইউনিয়ন ,পৌর ভূমি অফিসেও অনুরূপ সেবাবুথের মাধ্যমে এ সেবা সেবা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ মাসুম বিল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কাফি বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শতভাগ সততা, স্বচ্ছতা এবং সেবার মনোভাব নিয়ে উপজেলাবাসীকে সকল ধরনের ভূমিসেবা প্রদান করার লক্ষ্যে এ আয়োজন করেন। নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি এর বক্তব্যে জবাবে, কাফি বিন কবির বলেন নামের জটিলতা ও শ্রেণী পরিবর্তনের বিষয় করণীয় তথ্য প্রদান করেন। তবে তিনি ঘুষ দুর্নীতি স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপরে কোটি টাকার পুরস্কার দেওয়ার চ্যালেঞ্জ ঘোষণা দেন।
(পিবি/এএস/জুন ০৮, ২০২৪)