রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : এসএসসিতে ‌জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফরিদপুর পৌরসভা। আজ শনিবার সকালে শহরের গোয়ালচামটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে সংবর্ধনা দেয়া হয়। 

এসময় উক্ত সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। এতে ফরিদপুর পৌর এলাকার জিপিএ ৫ প্রাপ্ত ‌৫৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ‌ক্রেস্ট বিতরণ করা হয়।

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা স্বাচিপ সভাপতি ও ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সাংবাদিক ‌পান্না বালা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ‌মিসেস নাসিমা বেগম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন প্রমুখ। এসময় অভিভাবকদের পক্ষে ‌বক্তব্য রাখেন ‌নুরুল ইসলাম কাজল, ফরিদপুর পৌরসভার ‌১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, শিক্ষার্থীদের পক্ষে ‌বক্তব্য রাখেন তাসমিয়া আফরিন ইভা।

সভায় বক্তারা ফরিদপুর পৌরসভায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, ' আজকের এই কৃতি ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। প্রতি বছরের মতো এবারও ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হলো'।

আগামীতে ফরিদপুর পৌরসভার এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুধু একজন শিক্ষার্থী নয়, ভালো মানুষ হতে গড়ে উঠতে শিক্ষার্থীদের পরামর্শ দেন মেয়র। ভালো ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে ফরিদপুর পৌরসভার গৃহীত এসব কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ করা হয়। এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে উপস্থিত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ‌বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২৪)