নান্দাইল প্রতিনিধি :বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ময়মনসিংহের নান্দাইল পৌর আওয়ামীলীগের কর্মীসভা পন্ড হয়ে গেছে। এতে ঘন্টাব্যাপী এক সংঘর্ষে ২০ জনেরও বেশী নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (৭.৩০মি) সংর্ঘষ চলছিলো । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার শেল নিক্ষেপ করেও নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়।

হাসপাতাল সুত্র জানায়, আবুল মনসুর ভূইয়া (৬০) কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে সুত্র জানায়।

জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা সাব রেজিস্ট্রি মাঠে পূর্বনির্ধারিত পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ চলছিলো। এতে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালাম প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সভায় উপস্থিত কর্মীরা জানান সাংগঠনিক কর্মকান্ড হিসেবে গতকাল বিকেলে কর্মী সমাবেশের আয়োজন করেছিলো পৌর আওয়ামীলীগ প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে লোকজন সমাবেশস্থলে যেতে চাইলে প্রথমে পুলিশ বাধা দিলেও তারা সমাবেশকারীদের ধাওয়া দিলে নান্দাইল বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করলে ২০-২২ জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত এসআই হুমায়ূন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে।

(এপি/এসসি/নভেম্বর২০,২০১৪)