নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুর-ভাংগা সড়কের নগরকান্দা উপজেলার মাশাউজান নামক স্হানে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে গাড়ির দুই চালক আহত হয়। আহত দুই চালককে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা মাল বোঝাই ট্রাক ও ভাংগা গোলচত্তর দিক থেকে আসা মুরগীর বাচ্চা বোঝাই পিকআপ গাড়ি সড়কের মাশাউজান নামক স্থানে সংঘর্ষে ট্রাক ও পিকআপ সড়কের মাঝখানে উল্টে যায়। যে কারণে প্রায় দেড় ঘণ্টা সড়কে যানজটের সৃষ্টি হয়।

সড়কে দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে ছুটে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিসের একদল কর্মী ছুটে গিয়ে মুরগীর বাচ্চা গুলো নিরাপদে নেয় এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে রক্ষার জন্য চেষ্টা করেন। এছাড়া হাইওয়ে পুলিশ ঘটনা স্থানে এসে রেকার দিয়ে গাড়ি দুটি অন্যত্র স্বান্তর করেন।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন বলেন, গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে গিয়ে আমি সহ আমাদের কর্মীরা কাজ করেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে যাই এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় রেকার গাড়ি দিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি রাস্তার মাঝখান থেকে অপসারণ করে দ্রুত যানজট নিরসন করা হয়েছে।

(পিবি/এসপি/জুন ১২, ২০২৪)