ফরিদপুরের মধুখালিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কের দিঘলিয়া নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -১৬-৩৪৩৮) কে পিছন দিক থেকে মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটি রাস্তার উত্তর পাশে পড়ে যায়।
এতে ট্রাকে থাকা ১৫ টি গরুর মধ্যে একটি গরু ঘটনাস্থলে মারা যায় এবং ওই ট্রাকে থাকা ৬ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- রজব আলী (৩০), সৈয়দ শেখ (৪০), আকরাম হোসেন (৩৪), ইকার উদ্দিন মল্লিক (৩৫), বিল্লাল হোসেন (৫০) ও রাব্বি (১৯)।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মিরাজ হোসেন ও করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ট্রাকে থাকা ১৫টি গরু, ১৫ জন কৃষকের, এর মধ্যে একজন কমষকের একমাত্র গরুটি মারা গেছে, আরেকজন কৃষক তার গরুটি জবাই করেছেন। যারা আহত হয়েছেন তাদের কারও পা ভেঙেছে, কারও হাত, কারও কোমর ভেঙেছে। এর মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন'।
ওসি সালাউদ্দিন আরও জানান, 'দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে'।
(আরআর/এএস/জুন ১২, ২০২৪)