নড়াইল প্রতিনিধি : 'দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি '-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের যোগিয়া গ্রামে স্হানীয় যুবকদের উদ্যোগে খাল ও রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। 

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী সাবিহা নাসরিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাবু, শেখ আব্দুল মোতালেব, খান মেজবাহ উদ্দিন, সাবেক মেম্বার মেহেদী হাসান, সালাউদ্দিন আরজু, হাদিউজ্জামান, কবিরউদ্দীন লাকিসহ প্রমূখ।

পরে খাল ও রাস্তার দুপাশে ৭০০ ফলজ, বনজ, ও ঔষধি গাছ রোপন করা হয়।

(আরএম/এএস/জুন ১৪, ২০২৪)