আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পৈত্রিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতর পুত্র বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের সাথে একই বাড়ির বাসিন্দা মো. জয়নাল সরদারের ছেলে মো. খলিলুর রহহমান(৫৫) ও একই বাড়ির মৃত আব্দুর রহমানে সরদারের ছেলে জব্বার সরদার (৪৮) এর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। স্থানীয়রা বিরোধ মিমাংসায় সালিশ বৈঠক করলেও তাতে প্রতিপক্ষরা কোন কর্ণপাত না করে ওই বিরোধের মধ্যেই নুরুল ইসলামের পুরাণ ঘরের জায়গায় ভবন নির্মাণে বাধা প্রদান করে প্রতিপক্ষরা। ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১২ জুন) দুপুরে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডার সময়ে খলিলুর রহমান ও জব্বার শেখ নুরুল ইসলামকে এলোপাথারী মারধর শুরু করে। পিতা নুরুল ইসলামের ডাক চিৎকার শুনে পিতাকে রক্ষায় ছেলে রাকিবুল ইসলাম দৌঁড়ে এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। নুরুল ইসলামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহত নুরুল ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে খলিলুর রহমান ও জব্বার সরদারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(টিবি/এসপি/জুন ১৫, ২০২৪)