গাজীপুরে গোয়েন্দা অভিযানে রক্তমাখা ছুরিসহ দুই খুনি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : গত শুক্রবার গোপন ও রুদ্ধশ্বাস অভিযানে রক্তমাখা ছুরিসহ হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েহে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের সার্বিক দিকনির্দেশনায় উত্তর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেনের তত্বাবধানে পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ্ আলমের নেতৃত্বে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি চৌকস টিম গাজীপুর জেলাসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
গাজীপুরের কোনাবাড়ি থানার নাওজোর এলাকায় রুবিয়া খাতুন (২৫) নামে একজন নারী পোষাক শ্রমিক অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পথরোধ করে। এসময় ব্যাগ ছিনিয়ে নিতে গেলে পোশাক শ্রমিক বাধা দেন। তখন ওই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। রক্তাক্ত পোশাক শ্রমিককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে দ্রুত আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো, ময়মনসিংহ জেলার কুদ্দুস মিয়ার ছেলে নাঈম ইসলাম (২৩) এবং নীলফামারীর বাদল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ইমন (২৩)।
(ওএস/এসপি/জুন ১৫, ২০২৪)