ফরিদপুরে ৩৯ অসহায় ও দরিদ্র পরিবারে এ কে আজাদের ঐচ্ছিক অনুদান

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ ঈদুল আযহা উপলক্ষে ঐচ্ছিক অনুদান বিতরণ করেছেন।
আজ রবিবার দুপুরে শহরের ঝিলটুলিস্থ নিজ বাস ভবনে ৩৯ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদান প্রদান করেন তিনি।
এর আগে সাংসদ ঈদুল আযহা উপলক্ষে নিজ বাড়িতে উপস্থিত হলে তার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে ভারি হয়ে উঠে বাড়ির প্রাঙ্গন। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে অগ্রিম ঈদের কুশল বিনিময় করেন। পরে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেন।
এসময় ফরিদপুর জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামছুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাকসুদা বেগম বুলু, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, আলিয়াবাদ ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক ডাবলুসহ জেলা ও সদরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুন ১৬, ২০২৪)