পাংশা মডেল থানা পুলিশের অভিযানে হত্যাচেষ্টা মামলার এক আসামি গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় চাঁদার দাবিতে গুলি করে হত্যা চেষ্টার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার নরসিংদীর সদর থানাধীন মাধবদি এলাকায় অভিযান চালিয়ে আসামি সোহানুর রহমান ওরফে জাকির শেখ (৩৩) কে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ। রবিবার (১৬ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার জাকির শেখ পাংশা থানার নাদুরিয়া গ্রামের মৃত নাছির উদ্দিন শেখের ছেলে।
এর আগে, গত ১০ জুন মাঝ রাতে প্রদীপ কুমার মন্ডল (৩৯) এর বাড়িতে আজ্ঞাত ৬ থেকে ৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়। এসময় ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার করলে দুষ্কৃতিকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি করে ভীতি সৃষ্টি করে চলে যায়। দুই ঘণ্টা পর দুষ্কৃতিকারীরা ফিরে এসে বাদীর বাড়ির সামনের উঠানে হত্যার উদ্দেশ্যে ১ রাউন্ড গুলি করলে প্রদীপের কাকাতো ভাই লক্ষন চন্দ্র মন্ডল (৩৫), সুজন মন্ডল (২৫), রুপ কুমার মন্ডল (৩২) ও প্রতিবেশী চাচা বিবেক চন্দ্র মন্ডল (৫০) গুলির আঘাতে গুরুত্বর আহত হয়। এসময় তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পুনরায় চাঁদা দাবি করে েখুন করার হুমকি দিয়ে চলে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ জুন পাংশা মডেল থানায় মামলা রুজু হয়।
ভুক্তভোগী প্রদীপ মন্ডল উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রী পাচবাড়িয়া গ্রামের রবীন্দনাথ মন্ডলের ছেলে। তিনি একজন সরকারী চাকুরিজীবী। ঈদের ছুটিতে বাড়িতে এসে এ ঘটনার শিকার হন।
আসামি জাকির আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের নাম প্রকাশ করে সে। তার বিরুদ্ধে ১টি অপহরণ মামলা এবং ১টি মারামারি মামালাসহ মোট ২টি মামলা আছে।
(একে/এসপি/জুন ১৭, ২০২৪)