যে কারণে অলিম্পিকে খেলবেন না এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক : আগামী জুলাই-আগস্টে মাঠে গড়াতে যাচ্ছে প্যারিস অলিম্পিক। ঘরের মাঠে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না এই তারকা ফুটবলারের। কারণ, তার নতুন ক্লাব রিয়াল মাদ্রিদ চায় না এমবাপ্পে অলিম্পিকে খেলুক।
সোমবার (১৭ জুন) সংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এমবাপ্পে নিজেই। তিনি বলেন, আমার ক্লাবের অবস্থান একদম পরিষ্কার। তাই ওই মুহূর্ত থেকে আমি জানতাম যে, গেমসে (অলিম্পিক) অংশ নেব না। এভাবেই আসলে হয় এসব, আমিও সেটা বুঝি।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে এই ফুটবলার বলেন, সেপ্টেম্বরে নতুন দলে যোগ দিচ্ছি, রোমাঞ্চকর পথচলা শুরু করার এটা সেরা উপায় নয়। ফরাসি দলকে শুভকামনা জানাব। আমি প্রতিটি খেলা দেখব। আশা করি তারা স্বর্ণপদক জিতবে।
মূলত, অলিম্পিক ফুটবল ফিফা পঞ্জিকার অংশ নয়। তাই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতেও বাধ্য নয়। রিয়ালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে থেকেই এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কা জাগে। এবার সেটাই সত্যি হওয়ার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
এর আগে গত মার্চে ঘরের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকার কথা বলেছিলেন এমবাপ্পে। তবুও আসরের জন্য চলতি মাসের শুরুতে দেওয়া ২৫ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখেননি কোচ থিয়েরি অঁরি। তবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য দরজা খোলা রাখার কথা বলেছিলেন কোচ।
কিন্তু এবার অলিম্পিকসে খেলার দরজা এবার নিজেই বন্ধ করে দিলেন এমবাপ্পে। ইউরো খেলতে এখন জার্মানিতে আছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগের পাঁচ বছরের চুক্তিতে গত ৩ জুন স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেন এমবাপ্পে।
(ওএস/এসপি/জুন ১৭, ২০২৪)