রূপক মুখার্জি, নড়াইল : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ, পরিছন্ন ও টেকসই লোহাগড়া কর্ম পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে পবিত্র ঈদুল আজহার পরের দিন আজ মঙ্গলবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় চত্বরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: হামিদ।

অনুষ্ঠানে লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দেবব্রত বিশ্বাসের সভাপতিত্বে ও কাজী আরিফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী গোলাম কিবরিয়া জুয়েল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুন্সি আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, প্রাক্তন শিক্ষার্থী তানভীর আহমেদ প্লাবন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহাবুল আলম, ডা: আজিজুর রহমান মুয়াজ, আশিকুর রহমান আশিক, ইমদাদুল হক ইমদাদ, মো: রুবেল হোসেন, মো: রাজীবুল ইসলাম, শেখ নাহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন অনিক, শাকিলসহ প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শহীদ মিনারের দু'পাশে ১০ টি বৃক্ষরোপণ করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সবুজ, পরিছন্ন ও টেকসই লোহাগড়া গড়ার লক্ষ্যে ও জনসচেতনতার অংশ হিসেবে শহরের ফয়েজ মোড় এলাকায় ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ফয়েজ মোড় থেকে বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সবুজ, পরিছন্ন ও টেকসই লোহাগড়া গড়ার কর্মপরিকল্পনা ৩ টি পর্যায় যথাক্রমে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্য রয়েছে, বৃক্ষ রোপণ, টেকসই উন্নয়নের জন্য সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করণ, নদী-খাল ও জলাশয় দূষণ মুক্ত করণ, ডাম্পিং প্লেস নির্ধারণ, লোহাগড়া বাজার এলাকায় ডাস্টবিন স্থাপন, বর্জ্যে ব্যবস্থাপনার স্থান নির্ধারণসহ প্রভৃতি।

(আরএম/এসপি/জুন ১৮ ২০২৪)