ফরিদপুরে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপর একজন আহত হবার খবর পাওয়া গেছে। জানা গেছে ফরিদপুরে পদ্মার চরে বাদাম ক্ষেতে রাসেলস ভাইপারের ছোবলে মো. হোসেন শেখ (৫০) নামে এক কৃষক মৃত্যুবরণ করেন।
এছাড়া ইমারত জমাদার নামে অপর এক ব্যক্তি আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফরিদপুরের দূর্গম চরাঞ্চলের বাদাম ক্ষেতে একটি বিষধর রাসেল ভাইপার সাপ হোসেন ব্যাপারি নামক ওই কৃষককে কামড় দিলে কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩৮ দাগ এলাকার পরেশউল্লা ব্যাপারির ছেলে।
বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া বিকেলে একই এলাকার ইমারত জমাদ্দার নামে এক ব্যাক্তিকে সাপে কামড়ায়। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খালেক মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।