বাগেরহাটে সংবর্ধিত জাতীয় কাবাডি দলের অধিনায়ক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সিকে সংবর্ধনা দিয়েছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থা। সোমবার (২৪জুন) দুপুরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার কৃতি সন্তান আরুদুজ্জামান মুন্সিকে সংবর্ধনা দেয়া হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শোভন সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
অনুষ্ঠানে সংবর্ধিত বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি, থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন বক্তব্য রাখেন।
(এস/এসপি/জুন ২৪ ২০২৪)