সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়ন পত্র অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয়েছে। এর ফলে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রইলেন ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলন। 

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জেলা সার্ভার স্টেশনে যাছাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্রটি বাতিল করা হয়।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রাথী ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রাথী আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়ন পত্র দাখিল করেন। পরে যাছাই বাছাইয়ে মম আমজাদ হোসেন মিলনের মনোনয়ন পত্র ত্রুটিমুক্ত পাওয়া যায়।

অপরদিকে নির্বাচনী আইন অনুযায়ি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন সহ মনোনয়ন পত্র জমা দিতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রাথী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়ন পত্রের সাথে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন ছিল না। ফলে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয় বলে জানান আব্দুর রহিম।

উল্লেখ্য, গত ৬ই অক্টোবর ঈদুল আযহার দিন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ইছাহাক আলী মারা যান।

এর ফলে ২৮ অক্টোবর সংসদ সচিবালয় এই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দিলে ১১ই নভেম্বর এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি ২০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২২ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, আপিল ২৩-২৫ নভেম্বর, ২৯ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২৩শে ডিসেম্বর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এসএস/এএস/নভেম্বর ২২, ২০১৪)