ভোলা প্রতিনিধি : ভোলা সদরের রামদাসপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ২২টি ঘর বিধ্বস্ত হয়েছে। এসময় ঘরচাপা পড়ে আহত হয়েছে সিরু নামে এক ব্যক্তি। এতে উপড়ে গেছে গাছ-পালা ও ক্ষতি হয়েছে ক্ষেতের ফসলের। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ কালবৈশাখী ঝড় আঘাত হানে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রাথমিকভাবে বারেক মোড়াদার, সেকান্দার চৌকিদার, ফজলু, মোস্তাফা, সামসু মাতাব্বর, আক্তার মাঝি ও অর্নব মজুমদারের নাম জানা গেছে।

এদিকে, ঝড়ের কবলে পড়ে ভোলা-ঢাকা রুটের অধিকাংশ লঞ্চ নির্ধারিত সময়ের চেয়ে ৫/৬ ঘণ্টা পর গন্তব্যে এসে পৌঁছায়।

রামদাসপুরের বাসিন্দা অর্নব মজুমদার জানান, রাত ২টার পর রামদাসপুর ও ২৭দাগ গ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ২২টি কাঁচা ও টিন সেড ঘর বিধ্বস্ত হয় ও উপড়ে যায় অস্যংখ গাছ পালা।

এদিকে, জেলার মনপুরা, চরফ্যাশন, দৌলতখানে বেশ কিছু গাছ পালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, রাতের ওই ঝড় ও বৃষ্টিতে ফসলের তেমন ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই, তবুও মাঠ পর্যায়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ঝড়ের খবর পেয়েছি। বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।

(ওএস/এটি/মে ০২, ২০১৪)