নওগাঁ প্রতিনিধি : জাতীয় পর্যায়ে বাজেট প্রণয়নে শিশুদের জন্য বরাদ্দ রাখতে হবে। সরকারি বেসরকারি আদালত প্রশাসনিক কর্তৃপক্ষ যার দ্বারাই গৃহীত হোক না কেন, শিশু বিষয়ক সকল কার্যক্রমে শিশুর সর্বোত্তম স্বার্থ সংরক্ষণই হবে প্রাথমিক বিবেচনা। শনিবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলা শিশু সংসদের উদ্যোগে শিশুদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরে এক প্রেস কনফারেন্সে এমন দাবির কথা বলা হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করে, এডিপির শিশু সংসদের সদস্য মাশরুপা তানজিন মণি, সোহানা মেহজাবিন ও জান্নাতুন নাঈম।

প্রেস কনফারেন্সে শিশুরা জানায়, প্রতিটি উপজেলা পর্যায়ে একটি শিশু কর্ণার স্থাপন, যেখানে শিশুরা নিজেদের অধিকারের কথা, শিশুর উন্নয়নে বিভিন্ন কর্ম পরিকল্পনার সুযোগ পাবে। বাল্য বিয়ে, মাদক দ্রব্য ও চোরাচালান কাজে শিশুদের ব্যবহার প্রতিরোধ করতে সর্বপ্রকার উপযুক্ত আইন প্রনয়ণ ও তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। ওর্য়াল্ড ভিশন এডিপির সহযোগিতায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সকালে এর আগে কয়েক শ’ শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বিআরডিবি অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড.জামাল উদ্দিন, এডিপির স্বাস্থ্য কর্মসূচীর সংগঠক মো. আনোয়ার।

(বিএম/এএস/নভেম্বর ২২, ২০১৪)