রিয়াজুল করিম, রাজবাড়ী : সরকারি সকল কর্মচারীদের আয়ের হিসাব নেওয়ার ও দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

‘দুঃশাসন হঠাও, ববস্থা বদলাও’ দুর্নীতি লুটপাটের শিকড় উপড়ে ফেলো, দ্রব্যমূল্য কমাও দেশ বাঁচাও
শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এই আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ও ছাগলকাণ্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদই তার প্রমাণ। দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশে আজ ভয়াবহ নৈরাজ্য চলছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। লুটের টাকা বেশির ভাগই বিদেশে পাচার হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। ওই সংকট থেকে উত্তরণে সবাইকে দেশের স্বার্থে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কারণে প্রতিটি জেলার সরকারের সকল কর্মচারীদের বাধ্যতামূলক সম্পদের হিসাব নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে এ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আগামীতে কঠোর কর্মসূচি পালন করব বলেও হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার সাবেক সভাপতি আবুল কালাম, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, জেলা কৃষক সমিতির সদস্য ক্বারী মো. শাহাবুদ্দিন। সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম বাবু।

(আরকে/এসপি/জুলাই ১৩, ২০২৪)