‘মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই’
মাদারীপুর প্রতিনিধি : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমরা মনে করি যে, কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। তেমনি অযৌক্তিকভাবে যে কোটা সংরক্ষণ করা আছে, এগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা দরকার। সে বিষয়ে আমরা কাজ করছি এবং করব। আমাদের সংবিধানে কোটার কথা বলা আছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরতার জন্য প্রয়োজন আছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে দাদাভাই হাউজিং এস্টেট এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই। তাদের সন্তানরাও এখন কোটার বাইরে চলে গেছেন। এখন অন্যদেরকে দেওয়া হবে কিনা তা আদালত যে নির্দেশনা দিবে, সেভাবেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. হামিদুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব শাহনাজ সামাদ প্রমুখ।
(এএসএ/এসপি/জুলাই ১৩, ২০২৪)