চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৭১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ৩ টায় দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম সার্বিক তত্ত্বাবধানে ২নং রাইখালী ইউপি এর কাজীপাড়া সাকিনস্থ টেকের মোড় সিএনজি স্টেশন সংলগ্ন মা-বাবার দোয়া হোটেলের ক্যাশ কাউন্টারের সামনে হইতে এসআই(নিঃ) মোঃ মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করার সময় মোঃ জুয়েল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত যুবক লেমুছড়ি মোঃ ইসমাইল ছেলে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান, গ্রেপ্তারকৃত যুবককে থানা নিয়ে আসা হয়েছে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
(আরএম/এএস/জুলাই ১৫, ২০২৪)