বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসি বিক্ষুব্দ হয়ে ট্রাকে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং থানা পুলিশ ট্রাকটি আটক করে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বগুড়া শহর থেকে মাদলামুখি একটি সিএনজি শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ায় পৌঁছিলে বিপরীতমুখির একটি মাটিবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি যাত্রী শাজাহানপুর মাদলা গ্রামের রাধাকুন্ডুর পুত্র জগদীস কুমার কুন্ডু (৬০) মারা যায়। আহত অবস্থায় ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সিএনজি চালক গাবতলী উপজেলা সদরের জিয়াউর রহমান জিয়াকে (৩২) চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আহত অপর দুই অজ্ঞাত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, শাজাহানপুর উপজেলার দহপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

(এএসবি/অ/নভেম্বর ২৩, ২০১৪)