বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় লেপ-তোষকের দোকানে আগুনে লেগে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রবিবার বেলা ১২টায় নিউ মর্ডান লেপ গদি ঘরে কর্মচারিরা কাজ করার সময় মেশিনে তুলা আটকে গিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। এক পর্যায়ে আগুনের ফুলকিগুলো বিদ্যুতের তারে লেগে আগুন লেগে যায়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

বগুড়ার চকসুত্রাপুর নিউ মর্ডান লেপ গদি ঘরে কর্মচারি মোঃ আকাশ জানান, এ দোকানে মেশিনে পুরাতন তুলা, নতুন তুলা ধোনায় করে নতুন লেপ, তোষক, বালিশ তৈরী করা হয়। রোববার মেশিনে তুলা ধোনায় করার সময় তুলা আটকে যায়। পরে তুলা মেশিন থেকে বের করতে গেলে আগুনের ফুলকি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকান কর্মচারী গুলজার রহমান জানান, দোকানে ২৫ মন নতুন শিমুল তুলা, বেশকিছু কাপার্স তুলা, পুরাতন তুলা, তোষক ও লেপ তৈরীর কাপড়, ধোনাই মোটরসহ অন্যান্য মেশিনপত্র অগ্নিকান্ডে পুড়ে ক্ষতি হয়েছে। আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বগুড়া ফায়ার সার্ভিস এর সহকারি স্টেশন ম্যানেজার রফিকুজ্জামান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নেভাতে ৩টি ইউনিট কাজ করেছে।

(এএসবি/অ/নভেম্বর ২৩, ২০১৪)