নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জমিতে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার উপজেলার হাঁসবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, লালপুর উপজেলার হাঁসমারিয়া গ্রামের আব্দুল মুন্নাফের কাছে থেকে জমি কিনে ধান আবাদ করে প্রতিবেশী গোলাম মোস্তফা বাদশা। রবিবার সকালে বাদশা ক্রয়কৃত জমির ধান কাটতে গেলে মুন্নাফের ভাই মোতলেব বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে জামাল উদ্দিন (৪৮), বাবু (৩৫), জহুরুল (৩৫), গোলাম মোস্তফা (৪০) ও সাগর (৩০), মুন্নাফ (৫০) মতলেব (৫৫), সিদ্দিক (৬৫), কুদ্দুস (৭৫) ও মুকুল (২৫) আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ,বাগাতিপাড়া ও লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

(এমআর/এএস/নভেম্বর ২৩, ২০১৪ )