‘বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা’
মাদারীপুর প্রতিনিধি : জাতীয় সংসদের চিফ হুইপ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে আমাদের সরকারে, সবারই এদিকে দৃষ্টি ছিল। পরবর্তিতে জামাত বিএনপি এটাকে অন্য রুপে নিয়ে তাদের এই নাশকতা করেছে। বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভন দখল করা। গোয়েন্দার নজরদারীর কারণে আমাদের প্রধানমন্ত্রীকে, গণভনকে, আমাদের সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে মাদারীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্থ স্থাপনা মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম, পুলিশ ফাড়ী, পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগের অফিস, সার্বিক পেট্্রল পাম্প, সার্বিক বাস ডিপোর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান প্রমুখ।
(এএসএ/এসপি/জুলাই ২৯, ২০২৪)