বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে উৎসব মুখর পরিবশে সনাতন ধর্মালম্বীদের পদ্মপূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুনট সদরের মালোপাড়া গ্রামে দিনব্যাপী পূজা শেষে সন্ধ্যায় ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

স্বপ্নে পাওয়া পদ্মপূজার জন্য গ্রামের লোকজন দু’দিনব্যাপী ভিক্ষা করেছে। ভিক্ষার টাকায় এ পূজা অর্চনার কাজ সম্পন্ন করা হয়। বিভিন্ন বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে মালোপাড়া গ্রামের লোকজন বানেশ্বর হাওয়ালদারের বাড়িতে পদ্মফুলের উপর মা মোনষা দেবীর প্রতিমা তৈরি করে। মালতি সাধু হাওয়ালদার এ পূজা পরিচালনা করেন। পূজায় হাজারো নারী ভক্তরা অংশ নেয়।

(এএসবি/এএস/নভেম্বর ২৩, ২০১৪)