‘ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামাত’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের সাথে মিশে গিয়ে বিএনপি-জামাত সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
গত সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে গৌরব ’৭১ নামের একটি সামাজিক সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, জামাত, শিবির ও বিএনপির মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা। তারেক রহমান তার হত্যাযজ্ঞ ও ধংসাত্মক মনোভাব নিয়ে বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ছাত্রদের আন্দোলন মেনে নেওয়ার পরও আন্দোলনকারীদের পেছনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা। জাতীয় নির্বাচনের সময় বিএনপি জামাতসহ বিদেশে বসে অনেকে সহিংসতার ষড়যন্ত্র করে সেই ধারাবাহিকতায় এখনো এসব করে যাচ্ছে।
সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, , আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আওয়ামী লীগ উপ কমিটির সদস্য মাহমুদ সালাহ উদ্দিন চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চলনা করেন গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন।
(এমএল/এসপি/জুলাই ৩০, ২০২৪)