আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার যাত্রীবেশে দুর্বৃত্তরা শারিরিক প্রতিবন্ধী ঝন্টু হাওলাদারের গলায় ধারালো চাকু ঠেকিয়ে ইজিবাইক ছিনতাই করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গৌরনদীর মাহিলাড়া-সরিকল সড়কের চন্দ্রহার ভাঙ্গা ব্রীজ এলাকায়।

শারীরিক প্রতিবন্ধী ঝন্টু হাওলাদার অভিযোগ করে বলেন, রাত সাড়ে আটটার দিকে জল্লার মিয়ারহাট থেকে ২০ বছর বয়সের দুই যুবক তার ইজিবাইক রিজার্ভ করে মাহিলাড়ায় আসেন। পরে কৌশলে তাকে মাহিলাড়া-সরিকল সড়কের চন্দ্রহার ভাঙ্গা ব্রীজ এলাকায় নিয়ে যায়। কিছুক্ষন পর সেখানে মোটরসাইকেলযোগে আরো দুইজন যুবক আসে। পরে ওই চার যুবক আমাকে নির্জনস্থানে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। অপর দুইজন মোটরসাইকেলযোগে সরিকলের দিকে চলে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবরপেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(টিবি/এসপি/জুলাই ৩০, ২০২৪)