‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে ঢাকায় আইনজীবীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পুরান ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আইনজীবীদের একটি দল ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যায়।
এ সময় তারা ‘মার্চ ফর জাস্টিস’ এর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে ঢাকার নিম্ন আদালতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখে। শুধু আইনজীবী, সহকারি ও কাজে এসেছেন এমন ব্যক্তিদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৪)