বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে ধান খেতে পানি দিতে পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে আঃ রাজ্জাক মল্লিক (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোনাইল গ্রামের মৃত হাতেম আলী মল্লিকের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোনাইল গ্রামে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে এ বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোনাইল গ্রামের আঃ রাজ্জাক মল্লিক তার বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য পাম্প চালু করতে যায়। এসময় বিদ্যুৎস্পৃর্ষে গুরুতর আহত হন। পাশের জমিতে কাজ করা কৃষক বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে এসে আশেপাশের আরো কিছু লোকজনকে ডেকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। থানা পুলিশকে অবগত করা হয়েছে।

(একে/এএস/আগস্ট ০১, ২০২৪)