রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রিয়াজুল করিম, রাজবাড়ী : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকীতে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বুধবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বীর মুক্তিযোদ্ধাগণ ও রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও প্রমুখ।
(আরকে/এএস/আগস্ট ০১, ২০২৪)