কাপাসিয়ায় শোকের মাসের প্রথম দিনে ব্যাপক কর্মসূচি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : জাতীয় শোক দিবসে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচির মধো দিয়ে প্রথম দিনটি পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে কোরান খতম, আলোচনা সভা, শোক মিছিল, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
সকালে দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সেচ্ছাসেবকলীগ সহ দলীয় অংগসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি শোক মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো,মাজহারুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো, মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় আলোচনা সভা অংশ নেন, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মো, মজিদ দরর্জি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ঈমান উল্লাহ ইমু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো, জিয়াউর রহমান, আওয়ামীগ নেতা আবদুল হালিম মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো, সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, আওয়ামী লীগ নেতা সাংবাদিক মুজিবুর রহমান মিলন, মো, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো, মাহমুদুল হাসান মামুন, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈকত সিকদার প্রমুখ।
(এসআই/এএস/আগস্ট ০১, ২০২৪)