স্টাফ রিপোর্টার : সারা দেশের পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) দলটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রোববার (৪ আগস্ট) সারা দেশের পাড়া-মহল্লায় মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করবে আওয়ামী লীগ।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোকমিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোকমিছিল হওয়ার কথা ছিল।

(ওএস/এসপি/আগস্ট ০৩, ২০২৪)