ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিরোধে পিছু হটে আন্দোলনকারীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারের পদত্যাগ দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল ঈশ্বরদী শহর। পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফের নের্তৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কঠোর অবস্থান ও প্রতিরোধের মূখে পিছু হটে আন্দোলনকারীরা। শহরের পশ্চিম টেংরীতে গার্লস স্কুলের কাছে এবং দাশুড়িয়া ট্রাফিক মোড়ে আন্দোলনকারীদের হামলায় পুলিশসহ তিনজন আহত হয়েছে। এসময় আন্দোলনকারীরা পাথর নিক্ষেক করলে পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার (৪ আগস্ট) শহরের বাস টার্মিনালে এবং দাশুড়িয়া সমাবেত হওয়ার ঘোষণা ছিল। দাশুড়িয়া ট্রাফিক মোড়ে মিছিল নিয়ে দুই দফা সমাবেত হওয়ার চেষ্টা করা হয়। এসময় আন্দোলনকারীদের হামলায় দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক রুবেল হোসেন এবং এমপি’র ব্যক্তিগত ক্যামেরাম্যান মামুন আহত হয়।
এদিকে সকাল থেকেই এমপি গালিব শরীফের নের্তৃত্বে আওয়ামী লীগ এবং যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের নের্তৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রেলগেটে অবস্থান নেয়। আন্দোলনকারীরা এস এম স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেত হয়ে রেলগেটের দিকে আসতে থাকে। মিছিল নিয়ে রেলগেট আসার পথে ব্রিজ মোড় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশ আন্দোলনকারীদের ফিরে যাওয়ার জন্য বলে। বিপরীতে শক্ত অবস্থানে ছিল সরকার দলীয় নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা পিছু হটে গালর্স স্কুলের সামনের সড়কে অবস্থান নিয়ে পুলিশের ওপর পাথর নিক্ষেপ এবং সড়কে আগুন জ্বালায়। এসময় পাথরের আঘাতে থানার এসআই নয়ন সাহা আহত হয়। পুলিশ এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে টিয়ার সেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
(এসকেকে/এএস/আগস্ট ০৪, ২০২৪)