বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ আগস্ট) তিনি ফেসবুকে লিখেছেন, তিন বছর আগে এই ৫ আগষ্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো…। প্রকৃতি হিসেব রাখে মা।

ভক্ত-অনুরাগীরা পরীমণির এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

মোহাম্মদ রহিম শিকদার নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ। জুলুম কখনও চিরস্থায়ী হয় না।

তাবাসসুম সাদিয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ।

মোহাম্মদ সৌভিকুর রহমান লিখেছেন, অভিনন্দন সুন্দরী।

ফারিয়া খান নামে আরেকজন লিখেছেন, মজলুমের কষ্ট চিরকাল থাকে না। কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে।

প্রসঙ্গত, বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে ২০২১ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরীমণি।

(ওএস/এসপি/আগস্ট ০৫, ২০২৪)