আজ ব্যাংক খোলা
স্টাফ রিপোর্টার : দেশের অফিস আদালতের পাশাপাশি আজ মঙ্গলবার (৬ আগস্ট) ব্যাংক খুলেছে। তবে ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে দেশের ব্যাংকগুলো শাখা খোলা রাখতে পারবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাবো। বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচী অনুযায়ী।
উল্লেখ্য, দেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় রূপ নেওয়া দেশে কারফিউ জারিসহ ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। গতকাল প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে অফিস আদালত খোলা থাকবে। এর ধারাবাহিকতায় ব্যাংক খোলা থাকবে, লেনদেনও চলবে।
(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২৪)