সুবর্ণচরে আওয়ামী লীগ নেতার দখল করা মসজিদের দোকান ঘর উদ্ধার

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে দীর্ঘ ১৫ বছর ধরে দখলে থাকা মসজিদের দোকান ঘর উদ্ধার করেছে মসজিদ কমিটি। আজ বুধবার বেলা ১১ টায় চর জুবিলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর কচ্চপিয়া গ্রামের মালেক মার্কেটে এ ঘটনা ঘটে।
অভিযোগ পেয়ে স্বরজমিনে গেলে আব্দু্স সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মান্নান বলেন ২০২৫ সালে স্খানীয় দানশীল আব্দুর রহমান সেখানে একটি মসজিদের জন্য ১৬ ডিসিমেল জায়গা দান করেন দানকৃত জমিতে হুজুরদের বেতন দেয়ার জন্য দুইটি দোকান ঘর নির্মাণ করা হয়, ২০০৬ সালে দুইটি দোকান ভাড়া দেন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলা উদ্দিনের নিকটন সে থেকে ৩ বছর ভাড়া প্রদান করেন আলা উদ্দিন ২০০৮ সালে আওয়ামলীগ সরকার ক্ষমতায় এলে ২০০৯ সাল থেকে ক্ষতার প্রভাব দেখিয়ে মসজিদের দোকানের ভাড়া বন্ধ করে দেন। অনেক চেষ্টা করেও তাকে বের করতে ব্যার্থ হন মসজিদ কমিটি।
৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আলা উদ্দিন পালিয়ে যায়। ৬ আগস্ট মসজিদ কমিটি দোকানের মালামাল বের করে তাদের পরিবারকে বুঝিয়ে দেন এবং অন্য লোকের কাছে ঘর দুইটি ভাড়া দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযুক্ত আলা উদ্দিন বলেন, দোকান দুইটি আমি কিনে নিয়েছি, সরকার ক্ষমতা থেকে বদল হবার পরেই মসজিদ কমিটি আমার মালামাল বের করে দোকান দখল করে নেন। এবং দোকানের মালামাল লুট করেন। তার অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ীতে গেলে দোকানের মালামাল তার বাড়ীতে দেখতে পাওয়া যায়। দোকানের মালামাল তার ভাইয়েরা বাড়ীতে রেখেছেন।
এলাকাবাসী বলেন, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর দোকান গুলোর ভাড়া বন্ধ করে দেন আলা উদ্দিন, এ দুইটি দোকানের ভাড়া দিয়ে ইমামের বেতন দেয়া হতো দীর্ঘ ১৫ বছর আলা উদ্দিন কোন ভাড়া দেন নি।
(এস/এসপি/আগস্ট ০৮, ২০২৪)